• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

ব্যাংক

আটঘরিয়ায় ২৫শ কৃষকে স্মার্ট কর্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ মার্চ ২০২৩

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি :
পাবনার আটঘরিয়া উপজেলায় ২৫শ কৃষককে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ২১ মার্চ) সকালে আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় মাঠে আয়োজিত স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক এবি ব্যাংক লিমিটেড তারিক আফজাল। এসময় প্রধান অতিথি বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন চাটমোহর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হামিদ, আটঘরিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোশাররফ হোসেন, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য তানভীর ইসলাম, আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু, উপপরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর পাবনার ড. মোঃ সাইফুল ইসলাম, দেবোত্তর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন প্রমুখ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ শফিউল আলম, বিশ্বাস, পাকশী ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু মন্ডল, জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান টুটুল।
উক্ত অনুষ্ঠানে আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী খান, সাধারন সম্পাদক জিন্নাত আলী শেখ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, মাজপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল বাতেন সরকার, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, উপজেলা ছাত্র লীগের সভাপতি খাইরুল হাসান নাসিম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুরাদ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads